আজ আমারা আলোচনা করব ট্রান্সফর্মার এর বিভিন্ন অংশ নিয়ে……
প্রথমে আমারা ট্রান্সফরমার এর বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ গুলোর নাম জানব………..
১) ল্যিমিনেটেড কোর
২)ট্রান্সফরমার ওয়াইন্ডিং
৩) ট্রান্সফরমার ট্যাংক
৪) ট্রান্সফরমার তেল
৫) কনজারভেটর ট্যাংক
৬) ব্রীদার
৭) বুখলজ রীলে
৮) বুশিং
এখন আমরা ট্রান্সফরমার এর প্রতি অংশের বর্ননা জানব….
ল্যিমিনেটেড কোর
ট্রান্সফরমার ওয়াইন্ডিং
ট্রান্সফর্মারের input site হতে লোড সাইটে বিদ্যুৎ সরবরাহ করার জন্য ট্রান্সফর্মার কোরে যে তারের কুন্ডলী পেচানো থাকে, তাকে ট্রান্সফরমার ওয়াইন্ডিং বলে
ট্রান্সফরমার ওয়াইন্ডিং অংশ ২টি
- Primary winding
- Secondary winding
ট্রান্সফরমার ট্যাংক
ট্রান্সফরমার ট্যাংক :এটি স্টিলের তৈরি. ট্রান্সফরমার ট্যাংক এর কাজ হলো কোর, কয়েল, ট্রান্সফরমার তেল ⛽, ও অন্যান্য উপাদান বহন করে ,
ট্রান্সফরমার তেল
ট্রান্সফরমার তেল(ট্রান্সফরমার ওয়েল) : ট্রান্সফরমার এ তেল ২ কারণে ব্যবহার করা হয়
১) ট্রান্সফরমার কে ঠান্ডা রাখার জন্য
২) ট্রান্সফরমার এ ইনসুলেশন তৈরি করার জন্য
বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা তে প্রশ্ন আসতে দেখা যায় ট্রান্সফরমার তেল এর বানিজ্যিক নাম কি
ট্রান্সফরমার তেল এর বানিজ্যিক নাম পাইরানল এবং সিলিকন।
কনজারভেটর ট্যাংক
ট্যাঙ্ক এর উপরি ভাগে একটি গোলাকৃতি ড্রাম বসানো থাকে। এই ড্রাম টিকে কনজারভেটর বলে
ব্রীদার
ট্রান্সফরমার ট্যাংক এ জলীয় বাস্প যুক্ত অর্থাৎ শুষ্ক বাতাস প্রবেশের জন্য যে প্রকোষ্ট ব্যবহার করা হয় তাকে ব্রীদার বলে। ব্রীদার একটি কাচ পাত্র বিশেষ। ব্রীদারে সিলিকাজেল নামে এক প্রকার সাদা দানাদার রাসায়নিক পদার্থ থাকে