আমরা জানি ট্রান্সফরমার কাজ হলো Voltage ⚡ কে কম বেশি করা. এতে পাওয়ার এর কোন কম বেশি হয় না যা আমরা ট্রান্সফরমার এর সংজ্ঞা তে পড়েছি যে
আজকে আমরা জানবো ট্রান্সফরমার কি ভাবে কাজ করে………..
ট্রান্সফরমার এমনএকটা Device যার সাহায্যে Power এবং frequency কে অপরিবর্তিত রেখে voltage ⚡ কে কম বেশি করে। অর্থাৎ ট্রান্সফরমার ভোল্টেজ কে বাড়ানো কমানো কাজ করে।
এখন আমরা জানবো যে ট্রান্সফরমার Voltage কম বেশি কিভাবে করে……….
আমরা জানি ট্রান্সফরমার এর ২ টা winding থাকে
- Primary winding
- Secondary winding.
কার্যপ্রণালিঃ ট্রান্সফরমারের primary winding বা primary coil (কয়েল) এ যখন Alternating Current (AC) Supply দেয়া হয় তখন transformer এর ভিতর দিয়ে পরিবর্তনশীল ফ্লাক্স(flux) প্রবাহিত হয় এই পরিবর্তনশীল ফ্লাক্স সেকেন্ডারী কয়েলেে(secondary winding) এ ক্রিয়াশীল হয়। ফলে সেকেন্ডারী কয়েলে বিজ্ঞানী ফ্যারাড Electro magnetic Induction সূত্রানুযায়ী primary Coil বা primary winding থেকে Secondary coil এ ভোল্টেজ আবিষ্ট হয়।
ফ্যারাড এর ইলেকট্রো ম্যাগনেটিক ইন্ডাকশন নীতি :
e=(Mdi/dt)