Homeট্রান্সফরমার এর গটন প্রণালী

ট্রান্সফরমার এর গটন প্রণালী

১টি ট্রান্সফরমার গঠনের প্রধান উপাদান সমূহ হল :

  1. ম্যাগনেটিক সার্কিট : কোর, ইয়ক, এবং এদের সংযুক্ত করার ধাতব অংশ 
  2. ইলেকট্রিক্যাল সার্কিট : হাই ভোল্টেজ ও লো ভোল্টেজ ওয়াইন্ডিং, ইনসুলেশন ইত্যাদি সমন্বয়ে। 
  3. ট্রান্সফরমার ট্যাংক :এটি স্টিলের তৈরি.              ট্রান্সফরমার ট্যাংক এর কাজ হলো কোর, কয়েল, ট্রান্সফরমার তেল ⛽, ও অন্যান্য উপাদান বহন করে , 
  4. প্রয়োজনীয় উপাদান : উপরের উপাদান ছাড়াও আরও কিছু প্রয়োজনীয় উপাদান আছে     যথা:- 

  • ট্রান্সফরমার তেল 
  • বুশিং
  • কনজারভেটর
  • ব্রীদার
  • টেম্পারেচার গেজ
  • বুখলজ রীলে
  • ড্রেইন কক
  • অয়েল লেভেল ইন্ডিকেটর ইত্যাদি।

ট্রান্সফরমার তৈরিতে আরও যা লাগে

১) শংকর ধাতুর শীট ( 0.35 মিলিমিটার এবং 4% সিলিকন মিশ্রিত)

২)ল্যিমিনেটেড কোর:

              (ক) cold rolled core

              (খ) Hot rolled core

৩) ইনসুলেশন :

(ক) বার্নিশ

(খ) ফসফেট

(৪) ইনসুলেটিং পদার্থ : লেদার ওয়েড পেপার, কটন, সিল্ক, উড, পেপার, ফাইবার, রেজিন, মাইকা, এসবেসটর, সিরামিক, বার্নিশ, ইত্যাদি ।

৫) ইনসুলেটিং কপার ওয়্যার বা সুপার এনামেল ওয়্যার।

৬) অ্যাম্পিয়ার টিউব।

৭)অ্যাম্পিয়ার ক্লথ।

৮)  HT & LT টার্মিনাল

৯) নাট বোল্ট ইত্যাদি। 

RELATED ARTICLES

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular