Homeসাধারণ জ্ঞানএক নজরে মুক্তিযুদ্ধ বিষয়ক সকল সাধারণ জ্ঞান

এক নজরে মুক্তিযুদ্ধ বিষয়ক সকল সাধারণ জ্ঞান

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন ও সমাধান


* প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

* প্রশ্ন: বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?
উত্তরঃ আ স ম আব্দুর রব।
* প্রশ্ন: প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।
* প্রশ্ন: প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় ?           study-house-bd-dff129.ingress-haven.ewp.live
উত্তরঃ ০২ ই মার্চ, ১৯৭১।

* প্রশ্ন: চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় ?
উত্তরঃ ২৬ মার্চ, ১৯৭১।
* প্রশ্ন: কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?
উত্তরঃ ০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।

* প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়?
উত্তরঃ চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১।

* প্রশ্ন: বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল কবে?
উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭১।
* প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল?
উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭১।
* প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?
উত্তরঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

* প্রশ্ন: এ দেশের মাটি চাই, মানুষ নয়- এ উক্তি কার?
উত্তরঃ জেনারেল ইয়াহিয়া খান।

*প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলার
আসামী সার্জেন্ট জহুরুল
হককে হত্যা করে —

উত্তরঃ১৫ ফেব্রুয়ারী ১৯৬৯।

* প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?
উত্তরঃ ১৯ মার্চ, ১৯৭১ গাজীপুরে।
* প্রশ্ন: শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন?
উত্তরঃ ২৫ মার্চ, ১৯৭১ মধ্যরাতে।

* প্রশ্ন: শেখ মুজিবুর কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন ?
উত্তরঃ ১০ জানুয়ারী ১৯৭২।
* প্রশ্ন: সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়?
উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭১।

* প্রশ্ন: .১৯৭১ এ ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে?
উত্তরঃ ৩রা নভেম্বর
* প্রশ্ন:. মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
উত্তরঃ সেগুনবাগিচা

* প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল?
উত্তরঃ ৬ জন।
* প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ মেহেরপুর জেলার মুজিবনগরে।
* প্রশ্ন: মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
উত্তরঃ বৈদ্যনাথতলার ভবের পাড়া।
* প্রশ্ন: কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?  .      study-house-bd-dff129.ingress-haven.ewp.live
উত্তরঃ তাজউদ্দিন আহমেদ।  

* প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল?
উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭১।
* প্রশ্ন: মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?
উত্তরঃ এম, মনসুর আলী।
* প্রশ্ন: মুজিনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে?
উত্তরঃ তাজউদ্দিন আহম্মেদ।

২৫. মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিলো?
উত্তরঃ মুক্তিফৌজ

* প্রশ্ন: মুজিনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তরঃ শেখ মুজিবর রহমান।
২৪) প্রশ্ন: মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম।
* প্রশ্ন: মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষণাপত্র পাঠ করেন?
উত্তরঃ অধ্যাপক ইউসুফ আলী।

* প্রশ্ন: মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন?
উত্তরঃ মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)
* প্রশ্ন: জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?
উত্তরঃ ১৮ এপ্রিল, ১৯৭১।

* প্রশ্ন:. বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম –                                                             উত্তরঃ যশোর

* প্রশ্ন: মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিলো?
উত্তরঃ যুক্তরাজ্য

* প্রশ্ন: প্রথম কোন বাংলাদেশি কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
উত্তরঃ এম হোসেন আলী।
* প্রশ্ন: সাইমন ড্রিং কে ছিলেন?
উত্তরঃ ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক। যিনি সর্বপ্রথম পাকিস্থানী বর্বরতার কথা বর্হিবিশ্বে প্রকাশ করেন। তিনি পরবর্তীতে একুশে টেলিভিশনের পরিচালক ছিলেন।

* প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন?
উত্তরঃ ক্যাপ্টেন এ কে খন্দকার।
* প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
উত্তরঃ ১৮ এপ্রিল কলকাতায়।
* প্রশ্ন: মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন?
উত্তরঃ ১১ টি।
* প্রশ্ন: কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না?
উত্তরঃ ১০ নং সেক্টর।
* প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন?
উত্তরঃ ৭ জন।
* প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে কত জন বীরউত্তম খেতাব লাভ করেন?
উত্তরঃ ৬৯ জন।
* প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম উপাধি লাভ করে?
উত্তরঃ ১৭৫জন।
* প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত?
উত্তরঃ ৪২৬ জন।
* প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হন?
উত্তরঃ ৬৭৭ জন।

* প্রশ্ন: কোন বীরশ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?
উত্তরঃ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
* প্রশ্ন: কোন বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই?
উত্তরঃ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
* প্রশ্ন: সমপ্রতি কোন বীরশ্রেষ্ঠের কবর পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত করা হয়েছে?
উত্তরঃ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।
* প্রশ্ন: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল?
উত্তরঃ ভারতের আমবাসা এলাকায়।
* প্রশ্ন: বীর শ্রেষ্ঠআলাল’স মতিউর রহমানের কবর কোথায় ছিল?
উত্তরঃ পাকিস্তানের করাচীর মাশরুর বিমান ঘাঁটিতে।
* প্রশ্ন: কোন বীর শ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না?
উত্তরঃ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।

* প্রশ্ন: কে ভারত থেকে আত্মসমর্পন দলিল নিয়ে আসেন?
উত্তরঃ মেজর জেনারেল জ্যাকব

* প্রশ্ন: দুইজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি ?
উত্তরঃ ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি
* প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীর নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম কি ছিল?
উত্তরঃ মাদার মারিও ভেরেনজি।
* প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী কে?

বাংলাদেশের মুক্তিযুদ্ধ
বাংলাদেশের মুক্তিযুদ্ধ

Studyhousebd.com
উত্তরঃ হোসাইল হেমার ওয়াডার ওয়াডারল্যান্ড, অষ্ট্রেলিয়া।
* প্রশ্ন: বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে?
উত্তরঃ শহীদুল ইসলাম(লালু) বীর প্রতীক।
* প্রশ্ন: ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে?
উত্তরঃ ২১ নভেম্বর, ১৯৭১।
* প্রশ্ন: ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে?
উত্তরঃ ০৬ ডিসেম্বর, ১৯৭১।

* প্রশ্ন: ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন?
উত্তরঃ জেনারেল জগজিৎ সিং অরোরা।

* প্রশ্ন: মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তরঃ রেসকোর্স ময়দানে।
* প্রশ্ন: পাকিস্তানের পক্ষে কে আত্মসমর্পন করেন?
উত্তরঃ জেনারেল এ, কে নিয়াজী।

* প্রশ্ন: জেনারেল এ, কে নিয়াজী কার নিকট আত্মসমর্পণ করে?
উত্তরঃ জেনারেল জগজিৎ সিং অরোরার।

* প্রশ্ন: জেনারেল নিয়াজী আত্মসমর্পের সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর কত সংখ্যা ছিল ?
উত্তরঃ ৯৩ হাজার।
* প্রশ্ন: আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন?
উত্তরঃ বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার।

* প্রশ্ন: কোন সাহিত্যক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন?
উত্তরঃ আবদুস সাত্তার।
* প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র নামক কথিকা কে পাঠ করতেন?
উত্তরঃ এম আর আখতার মুকুল।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ
বাংলাদেশের মুক্তিযুদ্ধ

* প্রশ্ন: ২৬ মার্চ কে স্বাধীনতা দিবস ঘোষনা করা হয় কখন?
উত্তরঃ ১৯৮০ সালে।
* প্রশ্ন: বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্য বরণ কে করেন?
উত্তরঃ মোস্তফা কামাল (৮ এপ্রিল, ১৯৭১)।
* প্রশ্ন: বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষে মৃত্যবরণ কে করেন?
উত্তরঃ মহিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর, ১৯৭১)।
* প্রশ্ন: একমাত্র বীর বিক্রম খেতাবধারী আদিবাসী/উপজাতি মুক্তিযোদ্ধা কে ছিলেন?
উত্তরঃ উক্যাচিং মারমা

* প্রশ্ন: এম. ভি. সোয়াত চট্টগ্রামে পৌছে কত তারিখে?
উত্তরঃ ৩রা মার্চ
* প্রশ্ন:অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে?
উত্তরঃ ৬০ টি

 

 

Studyhousebd.com

 

 

RELATED ARTICLES

457 COMMENTS

  1. Certains logiciels détectent les informations d’enregistrement d’écran et ne peuvent pas prendre de capture d’écran du téléphone mobile. Dans ce cas, vous pouvez utiliser la surveillance à distance pour afficher le contenu de l’écran d’un autre téléphone mobile.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular